প্রকাশনার ১০ বছর

১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেট-তামাবিল মহাসড়কে প্রাণ গেল নারীর : আ হ ত ২

dainik jonopodh
প্রকাশিত ১৯ ফেব্রুয়ারি, বুধবার, ২০২৫ ১২:৩২:০০
সিলেট-তামাবিল মহাসড়কে প্রাণ গেল নারীর : আ হ ত ২

নিজস্ব প্রতিনিধি:

সিলেট তামাবিল মহাসড়কে চিকনাগুল উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্মুখে জাফলংগামী একটি যাত্রীবাহী বাসের সাথে সিলেটগামী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

 

এতে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দূর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার এক মহিলা যাত্রী নিহত হয়েছেন। নিহত মহিলার নাম জুমারা বেগম। তিনি কানাইঘাট উপজেলার বরবন এলাকার দুলাল আহমেদের স্ত্রী।

এ সময় দূর্ঘটনায় নিহত মহিলার পুত্র মেহেরাব সহ সিএনজি চালক নুরুল ইসলাম আহত হয়েছেন। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭ ঘটিকার সময় জাফলংগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো- ব-১৪-২০৯৯) এর সাথে সিলেটগামী সিএনজি চালিত অটোরিকশা ( সিলেট-থ-১২-৮৮৭৩) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আহতদের স্থানীয়রা উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুমারা বেগমকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান।

তিনি জানান খবর পেয়ে তাৎক্ষণিক হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তিনি আরো জানান পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ইতিমধ্যে ঘাতক বাসটিকে আটক করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। বর্তমান মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।