প্রকাশনার ১০ বছর

২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রজব, ১৪৪৭ হিজরি

কবি দিলওয়ার এর জন্ম বার্ষিকী পালিত

দৈনিক জনপদ
প্রকাশিত ০২ জানুয়ারি, শুক্রবার, ২০২৬ ০১:১৪:৫৩
কবি দিলওয়ার এর জন্ম বার্ষিকী পালিত

”রাষ্ট্রীয়ভাবে জন্ম মৃত্যু বার্ষিকী পালনসহ পাঠ্যপুস্তকে জীবন কর্ম অন্তর্ভুক্তি দাবি ”

বাংলা সাহিত্যের অন্যতম কবি বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত গণমানুষের কবি দিলওয়ার এর ৮৯তম জন্মদিন যথাযোগ্য মযাদায় সিলেটে পালিত হয়েছে। ১জানুয়ারি বৃহস্পতিবার কবি দিলওয়ার ৮৯তম জন্মোৎসব উদযাপন উপ কমিটি ২০২৬ এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল সকাল ১১টায় কবির মাজার জেয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
কবি কামাল আহমদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রাক্তন সদস্য ও দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার কবি হাজী এম আহমদ আলী।
অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ও বক্তব্য রাখেন কবি ও গবেষক আব্দুস শহীদ সাগ্নিক, ছড়াকার অজিত রায় ভজন, কবি ধ্রুব গৌতম,কবি এডভোকেট আব্দুল মুকিত অপি, কবি দিলওয়ার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুপ্রিয় ব্যানার্জি শান্ত, ছড়াকার সাজ্জাদ আহমদ সাজু,
কবি দেওয়ান মতিউর রহমান, কবি মোহাম্মদ নুরুল ইসলাম, কবি এম আলী হোসাইন,কবি মকসুদ আহমদ লাল, কবি রুকনে আলম চৌধুরী, কবি ইশতিয়াক সাগ্নিক, সাংবাদিক সাহেদ আহমদ শান্ত, কবি মো: সেলিম খান, কবি আব্দুর রাজ্জাক শাওন, কবি এম এ আলী জালালাবাদী, আফজাল হোসেন উজ্জল, ফাহিমা বেগম, মো:নজরুল ইসলাম, আতিক ইশতিয়াক, সায়রা বানু শিল্পী, শাহজাহান খান, মোহাম্মদ আলী লাহিন,সৈয়দ মোজাম্মেল উদ্দিন, লুৎফুর রহমান, জুবাইদা বেগম আখি, শফিউদ্দিন আহমেদ সাবিল প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথিসহ বক্তারা গণমানুষের কবি দিলওয়ারের বাংলায় সাহিত্য ও সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে বলেন তার জন্ম ও মৃত্যু বার্ষিকী রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় পালন করা সময়ের দাবি। বাংলা একাডেমি এবং একুশে প্রদকপ্রাপ্ত গণমানুষের কবি দিলওয়ার এর জীবন কর্ম পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্তির জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি

ক্যাপশন :গণমানুষের কবি দিলওয়ার এর ৮৯তম জন্মবার্ষিকি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরী।