প্রকাশনার ১০ বছর

৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রজব, ১৪৪৭ হিজরি

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে : পদ্মাসেন সিনহা

দৈনিক জনপদ
প্রকাশিত ০৪ জানুয়ারি, রবিবার, ২০২৬ ০২:১০:০৫
অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে : পদ্মাসেন সিনহা

সিলেটে জাতীয় সমাজসেবা দিবস পালিত


সিলেটে যথাযোগ্য মযাদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। “প্রযুক্তি মমতায় কল্যাণ সমতায় আস্তা আজ সমাজসেবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে এ উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় শেখঘাট সমাজসেবা কমপ্লেক্স থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। পরে সকাল সাড়ে ১০টায় সমাজসেবা কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা সমাজসেবা কার্যালয় সিলেট এর সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) পদ্মাসেন সিনহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুর রফিক, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান সামসু, সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, গ্রিন ড্রিসএ্যাবল্ট ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোঃ বায়েজিদ খান। অংশগ্রহণকারী সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন- সুপ্তা হিজড়া।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন- শেখঘাট বাক শ্রবণ প্রতিবন্ধী স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ সানাউল্লাহ, পবিত্র গীতা পাঠ করেন জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন কর্মকর্তা জনি রঞ্জন দে।
অনুষ্ঠানে আরো উপস্থিত সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুক্তার হোসেন, সমাজসেবা অধিদপ্তর সিলেট আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ সুলায়মান মজুমদার, সরকারি শিশু পরিবার (বালক) বাগবাড়ির উপ-তত্ত্বাবধায়ক মোঃ আব্দুল মুনতাকিন, সরকারি শিশু পরিবার (বালিকা) রায় নগর সিলেট এর উপ-তত্ত্বাবধায়ক জাহানারা বেগম, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা মুনতাকা চৌধুরী প্রমুখ।
জাতীয় সমাজসেবা দিবসের অনুষ্ঠানে- প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসেন সিনহা বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও হিজড়া ভাতাসহ বিভিন্ন প্রকারের ভাতা প্রদান করে থাকে। অনগ্রসর জনগোষ্ঠীকে মূল ¯্রােত ধারায় নিয়ে আসতে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। প্রেস বিজ্ঞপ্তি