গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন লন্ডন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক আবেদ রাজা। বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শুনেই নেতৃবৃন্দ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তাঁর আত্মার শান্তি কামনা করেন আবেদ রাজা। তিনি এ সময় গুলশান কার্যালয়ে গিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর সমবেদনা ও দুখ প্রকাশ করেন।
সংবাদমাধ্যমে প্রেরিত শোকবার্তায় আবেদ রাজা বলেন- বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একজন প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৯৬ ও ২০০১ সালে আরও দুই দফা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে তিনি বহুদলীয় গণতন্ত্র, সাংবিধানিক শাসনব্যবস্থা ও রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। তিনি দীর্ঘদিন বিরোধীদলীয় নেতা হিসেবেও সংসদীয় রাজনীতিতে সক্রিয় থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আপোষহীন ভূমিকা পালন করেন। নির্বাচনি প্রক্রিয়া ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের বিকাশে তার রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
গুলশান কার্যালয়ে আবেদ রাজা’র সঙ্গে উপস্থিত ছিলেন ডেনমার্ক বিএনপি সভাপতি ও বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য গাজী মনির আহমেদ,
ফিনল্যান্ড বিএনপি’র সভাপতি কামরুল হাসান জনি, ইতালি মিলান বিএনপি’র সাবেক সহ সভাপতি জামান খান, যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী মিষ্টার।
প্রেস বিজ্ঞপ্তি