প্রকাশনার ১০ বছর

১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দদের প্রতি সাজাইয়ের কৃতজ্ঞতা প্রকাশ

দৈনিক জনপদ
প্রকাশিত ২০ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২৪ ১৭:০২:২৭
জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দদের প্রতি সাজাইয়ের কৃতজ্ঞতা প্রকাশ

বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বার বার নির্যাতিত ও কারাবরণকারী রাজপথের অগ্রভাগের সৈনিক মেহেদী হাসান সাজাইকে সিলেট মহানগর যুবদলের কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করা হয়েছে। গত বুধবার যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন কর্তৃক স্বাক্ষরিত সিলেট জেলা ও মহানগর যুবদলের কমিটির অনুমোদন দেওয়া হয়। মহানগর কমিটিতে মেহেদী হাসান সাজাইকে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করায় তিনি সকল নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।  তিনি এক প্রেস বার্তায় বলেন, জেলা কমিটির সভাপতি জনাব এডভোকেট মোমিনুল ইসলাম মুমিন, সাধারণ সম্পাদক জনাব মকসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক জনাব মাসরুর রাসেল, মহানগর কমিটির সভাপতি জনাব শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সাধারণ সম্পাদক জনাব মির্জা মোহাম্মদ সম্রাট হোসেন, সাংগঠনিক সম্পাদক জনাব মো. উমেদুর রহমান উমেদসহ কমিটির সকল সম্মানিত ও শ্রদ্ধেয় নেতৃবৃন্দদের মাধ্যমে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঐহিত্যের ধারা অব্যাহত রাখার পাশাপাশি একটি সুন্দর উন্নয়নশীল বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাবো। প্রেস-বিজ্ঞপ্তি।