প্রবাসে অর্জিত কষ্টের টাকায় কেনা কোটি টাকার ভুমি জবর দখলের অপচেষ্ঠা চালাচ্ছে একটি প্রভাবশালী ভুমিখেঁকো সিন্ডিকেট। ঘটনাটি ঘটেছে সিলেট বিমানবন্দর থানাধীন ঘোড়ামারা এলাকায়।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দিঘীরপাড় রণকেলী গ্রামের বাসিন্দা ইংল্যান্ড প্রবাসী মোঃ ফজলে রাব্বি চৌধুরীর পিতা ফজলুর রহমান চৌধুরী জীবিত থাকাকালীন ফরিংউরা মৌজার- ঘোড়ামারা এলাকায় বেশ কয়েটি দাগের ভুমি ক্রয় করেন।
পরবর্তীতে ফজলুর রহমান চৌধুরী মৃত্যুবরণ করলে তার পুত্র ইংল্যান্ড প্রবাসী মোঃ ফজলে রাব্বি চৌধুরী এসব ভুমি দেখাশুনা ও রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব দেন তাদের আত্মীয় জয়নুল উদ্দিনকে। বর্তমানে জয়নুল উদ্দিন ভুমি দেখাশুনা করে আসলেও সেই ভুমির উপর লুলুপ দৃষ্টি পড়ে ঘোড়ামারা গ্রামের বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের মদদপূষ্ট একটি প্রভাবশালী ভুমি খেকোঁচক্রের ।
ঐ চক্রের সদস্যরা রাতের আধাঁরে ইংল্যান্ড প্রবাসী মোঃ ফজলে রাব্বি চৌধুরীর ভুমির মাটি কেটে নিয়ে যায়। এতে বাধাঁ দিলে ভুমি দখলবাজরা জয়নুল উদ্দিনকে প্রাণ নাশের হুমকি প্রদান করে। জয়নুল নিরুপায় হয়ে সিলেট বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরী করেন। সাধারণ ডায়েরী নং- ৩০২, তারিখ ০৭/১০/২০২৫ইং।
মাটি কাটার ব্যাপারে বেশ কয়েকজনের নাম উল্লেখ করে জয়নুল সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ প্রদান করলেও প্রশাসনের পক্ষ থেকে কঠোর কোনো ব্যবস্থা আজ অবদি নেওয়া হয়নি।
ইংল্যান্ড প্রবাসী মোঃ ফজলে রাব্বি চৌধুরী মুঠোফোনে সাংবাদিকদের জানান, তাদের অনুপস্থিতিতে তাদের পৈত্রিক মালিকানাধীন ভুমি দখলের উদ্দেশ্যে জমির আইল কেটে নিয়ে গেছে ঘোড়ামারা এলাকার কয়েকজন ভুমিখেকো। মোঃ ফজলে রাব্বি চৌধুরী আরো বলেন, তারা প্রবাসে থাকায় তাদের ভুমি দখলের যে পায়তারা চলছে, তার বিস্তর ফিরিস্তি উল্লেখ করে প্রশাসনকে লিখিতভাবে জানানো হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা চরম হতাশায় ভোগছেন। তিনি প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। প্রেস-বিজ্ঞপ্তি