প্রকাশনার ১০ বছর

২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রজব, ১৪৪৭ হিজরি

সিলেটের প্রবাসীদের জন্য তিন হাজার একর জায়গা নিয়ে হচ্ছে ‘প্রবাসী পল্লী’

দৈনিক জনপদ
প্রকাশিত ২৮ ডিসেম্বর, রবিবার, ২০২৫ ১৬:১২:১০
সিলেটের প্রবাসীদের জন্য তিন হাজার একর জায়গা নিয়ে হচ্ছে ‘প্রবাসী পল্লী’

প্রবাসী সম্মাননা উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি। (ইনসেটে) সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ডিসি সারওয়ার আলম।

প্রবাসীবহুল সিলেট অঞ্চলের প্রবাসীরা দেশে বেড়াতে এসে নিরাপত্তাহীনতা ও সুযোগ সুবিধার অপ্রতুলতার কারণে অসুবিধায় পড়েন। এসব কারণে প্রবাসীদের নতুন প্রজন্মের অনেকে দেশে আসতে অনাগ্রহী।

তবে এই সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ নিয়েছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। সিলেটের প্রবাসীদের নিরাপদ ও আধুনিক আবাসন নিশ্চিতের উদ্যোগ নিয়েছেন তিনি। এজন্য শহরের পাশেই একটি নতুন শহর গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার নগরের কবি নজরুল অডিটরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ‘প্রবাসী সম্মাননা ২০২৫ অনুষ্ঠানে’ এ তথ্য জানান সারওয়ার আলম।

এ সময় প্রবাসীদের উদ্দেশে সারওয়ার আলম বলেন, আপনারা জেনে শুনে খুশি হবেন, ইতোমধ্যে সিলেট শহরের সাথেই শুধুমাত্র প্রবাসীদের জন্য প্রায় তিন হাজার একর জায়গা নিয়ে একটি নতুন শহর গড়ার কাজ হাতে নিয়েছি। এখানে কেবল প্রবাসীরাই থাকবেন। আশা করছি কয়েক মাসের মধ্যে একটি নতুন শহরের জন্ম হবে। যেখানে প্রবাসীরা ইংল্যান্ড থেকে শুরু করে পৃথিবীর যত সুযোগ সুবিধা আছে তারা এখানে পাবেন। প্রবাসীরা যখন দেশে আসেন তারা যেনো সেইফলি এখানে থাকতে পারেন। এখানে তাদের কোন সমস্যা হবে না।

সিলেটের জেলা প্রশাসক বলেন, সরকারের যারা এই কাজটি করছেন তারা ইতোমধ্যে এসে জায়গা দেখে গেছেন। জরিপ চলছে। এটি অনেকটি এগিয়ে গেছে। আশা করছি, ছয় মাসের মধ্যে এই কাজটি শুরু হবে।

জেলা প্রশাসনের এই আয়োজনের মাধ্যমে বিভিন্ন দেশে অবস্থানরত সিলেটের ১০৩ প্রবাসীকে সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. আব্দুন নাসের খান বলেছেন, প্রবাসীরা এদেশের গর্ব ও হৃৎস্পন্দন। তারা দূর প্রবাসে থেকেও হৃদয়ে লাল সবুজের পতাকা ধারণ করেন। তারা নিজেদের ঘাম, শ্রম আর ভালোবাসা দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন।

সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বলেন, সিলেটকে লন্ডনের মত উন্নত বানাতে যা যা করা দরকার, তা করা হবে। সিলেটকে সেভাবে গড়তে হলে দেশে বিনিয়োগ করতে হবে।

সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, প্রবাসী ব্যক্তিত্ব ড. ওয়ালি তশর উদ্দিন ও ব্যারিস্টার নাজির আহমদ বিশেষ অতিথির বক্তৃতা করেন।

এসময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসীবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কমিউনিটি ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন৷

এর আগে সকালে সার্কিট হাউজ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কবি নজরুল অডিটোরিয়ামে শেষ হয়। এবছর নির্ধারিত সময়ে সম্মাননা পাওয়ার জন্য বিশ্বের ১১ টি দেশে অবস্থানরত প্রবাসীদের থেকে ৫৮২টি আবেদন জমা পরে। তার মধ্যে ড. ওয়ালি তশর উদ্দিন, ব্যরিস্টার নাজির আহমদ, স্পিকার আয়াজ মিয়া, ব্যারিস্টার কুতুবউদ্দিন সিকদার, ইকবাল আহমেদসহ মোট ১০৩ জনকে ছয়টি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।

জেলা প্রশাসন জানায়, গত ১৭ নভেম্বর সিলেট জেলা প্রশাসন সিলেটের রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে ছয় ক্যাটাগরিতে আবেদন আহ্বান করে। গত ৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হয়।

ক্যাটাগরির মধ্যে রয়েছে— সফল পেশাজীবী, সফল ব্যবসায়ী, সফল কমিউনিটি নেতা, সফল নারী উদ্যোক্তা, খেলাধুলায় সাফল্য অর্জনকারী এবং বাংলাদেশি পণ্য সংশ্লিষ্ট দেশে আমদানিকারক। এসব ক্যাটাগরিতে আবেদনের জন্য পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জমা দিতে গুগল ফর্ম, ইমেইল ঠিকানা দেওয়া হয়।