প্রকাশনার ১০ বছর

২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রজব, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জে ছেলের মারধরে প্রাণ গেল বৃদ্ধ পিতার

দৈনিক জনপদ
প্রকাশিত ২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ০০:৫৪:৩৫
গোলাপগঞ্জে ছেলের মারধরে প্রাণ গেল বৃদ্ধ পিতার

সিলেটের গোলাপগঞ্জে ছেলের মারধরে প্রাণ গেল কামরান মিয়া (৬০) নামের এক বৃদ্ধ পিতার মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৯টার দিলে উপজেলার পৌর এলাকার স্বরসতি গ্রামে এ ঘটনাটি ঘটে। এসময় মারধরে বোনও গুরুতর আহত হন।

এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত ছেলে রাজু আহমদ (৩০) ও তার স্ত্রীকে থানায় আটক করে নিয়ে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে দীর্ঘ দিন থেকে পিতার সাথে রাজু আহমদের দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার পিতা কামরান মিয়ার সাথে রাজুর কথা কাটাকাটির এক পর্যায়ে রাজু তার পিতাকে মারধর করে। পিতাকে বাঁচাতে তার বোন এগিয়ে আসলে তাকেও সে আহত করে। তাৎক্ষণিক তার পিতা কামরান মিয়া ও মাতাকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরান মিয়াকে মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের।