প্রকাশনার ১০ বছর

১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জের সাবেক এমপি মহিবুর রহমান গ্রে প্তা র

দৈনিক জনপদ
প্রকাশিত ০৯ অক্টোবর, বুধবার, ২০২৪ ০২:৫৫:৩১
সুনামগঞ্জের সাবেক এমপি মহিবুর রহমান গ্রে প্তা র

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মহিবুর রহমান মানিককে (ওরফে বোমা মানিক) গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাবের একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

তিনি বলেন, মহিবুর রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে মামলা দায়ের হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।