প্রকাশনার ১০ বছর

৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

দেওয়ানবাজার-দয়ামীর সড়ক সংস্কারের দাবিতে  বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির স্মারকলিপি প্রদান

দৈনিক জনপদ
প্রকাশিত ০১ অক্টোবর, বুধবার, ২০২৫ ০২:৫৭:৪২
দেওয়ানবাজার-দয়ামীর সড়ক সংস্কারের দাবিতে  বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির স্মারকলিপি প্রদান

৩০ সেপ্টেম্বর বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতি, সিলেট এর পক্ষ থেকে দেওয়ানবাজার-দয়ামীর রাস্তাটি দীর্ঘদিন যাবৎ জনসাধারণের চলাচল অনুপযোগী হয়ে পড়ায় মানুষের দুর্ভোগ লাগবে সিলেটের জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। বিগত ২০২২ সালের প্রলয়ংকরী বন্যায় রাস্তাটির বিভিন্ন অংশ ভেঙে গর্তের সৃষ্টি হয়। জনসাধারণ ও যানবাহন চলাচলে মারাত্মক দুর্ভোগের শিকার হতে হচ্ছে বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার জনসাধারণকে। উক্ত রাস্তাটি দু’টি উপজেলার সেতুবন্ধন হিসাবে ব্যবহৃত হলেও প্রয়োজনীয় সংস্কার না করায় রাস্তাটি খুবই ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। উক্ত রাস্তাটি দিয়ে দুই উপজেলার হাজার হাজার শিক্ষার্থীকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্মারকলিপি গ্রহণ শেষে সিলেটের জেলা প্রশাসক জনাব মোঃ সারওয়ার আলম তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সিলেটকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেছেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতি, সিলেট-এর ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পশ্চিম গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান এ.এস.এম. আনোয়ারুল ইসলাম, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ জুয়েল, প্রচার সম্পাদক সাংবাদিক এম.এ. মতিন, দফতর সম্পাদক মোঃ ওলিউর রহমান সুফী, সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ নাজমুল আনসারী, সমাজ কল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ আব্দুল মন্নান, সমিতির সদস্য এডভোকেট মোঃ গিয়াস উদ্দিন, এডভোকেট ইমরান আহমদ ও এডভোকেট দিদার আহমদ প্রমুখ।  প্রেস বিজ্ঞপ্তি