প্রকাশনার ১০ বছর

৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলাম ঢালিপাড়া পঞ্চায়েতি কবরস্থান সংস্কারে যুব সমাজের কমিটি গঠন

দৈনিক জনপদ
প্রকাশিত ২৮ সেপ্টেম্বর, রবিবার, ২০২৫ ০৩:৫৪:৪৫
সিলাম ঢালিপাড়া পঞ্চায়েতি কবরস্থান সংস্কারে যুব সমাজের কমিটি গঠন

দক্ষিণ সুরমা উপজেলার ৫ নং সিলাম ইউনিয়নের ঢালিপাড়া গ্রামের শতাধিক বৎসরের পুরাতন পঞ্চায়েতী কবরস্থান সংস্কার, পরিস্কার ও সরকারিভাবে নির্মিত দেয়াল পুনঃসংস্কারের জন্য এক মতবিনিময় সভা এবং যুব কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বাদ এশা ঢালিপাড়া মক্তব মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঢালিপাড়া গ্রামের প্রবীণ মুরব্বী মো. সুলতান মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, মো. শাহবুদ্দিন মাস্টার, ফয়সল আহমদ, কয়েছ আহমদ, হানিফ মিয়া, লিটন আহমদ, রাসেল আহমদ, আব্দুর রহিম, মুরাদ হোসেন, ইঞ্জিনিয়ার আবু বকর মাসুদ, আতিকুর রহমান,মৌলুল আহমদ, জহুরুল আজম, ইয়াছিন জালাল, সাজু আহমদ, ইকবাল হোসেন, মাছুম আহমদ, রানু মিয়া, রুবেল ইসলাম, আক্তার হোসেন, সানি আহমদসহ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, ছইল মিয়া, তারেক আহমদ, রুবেল আহমদ, আবু বক্কর সিদ্দিক, সাজু আহমদ, ইকরাম হোসেন, পারভেজ আহমদ, রুমেল আহমদ, তাহের, আজাদ, মিসবাহ, কামরুজ্জামান বাবলু, আব্দুর রহিম, মিন্টু মিয়া, সাবলু, এমরান, আনছার, শিমন, রুবেল, মামুন, রনি, সমশাদ, জামিল, তুহিন, ফাহাদ, শামিম, কবির, লায়েক, জমির, মাহিন, এমরান হোসেন ইমন, শিপন, মাসুক মিয়া, আব্দুর রহমানসহ ঢালিপাড়া গ্রামের দুইশতাধিক যুবক ও মুরব্বিয়ান।
মতবিনিময় সভা শেষে ঢালিপাড়া পঞ্চায়েতের শতাধিক বছরের পুরানো কবরস্থান সংস্কারের জন্য উপস্থিত সকলের সম্মতিক্রমে রাসেল আহমদ-কে প্রধান করে ১৫ সদস্য বিশিষ্ট যুব কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যদের মধ্যে ইকবাল হোসেন, অপু সুলতান, আবু বকর মাসুদসহ১৫ সদস্য।-বিজ্ঞপ্তি