প্রকাশনার ১০ বছর

২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

শাহপরাণে দুধের বাড়ি ডেইরি ফার্মের উন্নয়ন কাজে বাধা : থানায় অভিযোগ

দৈনিক জনপদ
প্রকাশিত ০৯ মার্চ, রবিবার, ২০২৫ ০১:৫২:৫৬
শাহপরাণে দুধের বাড়ি ডেইরি ফার্মের উন্নয়ন কাজে বাধা : থানায় অভিযোগ

দৈনিক জনপদ ডেস্ক ::: সিলেটের শাহপরাণ এলাকায় দুধের বাড়ি নামীয় ডেইরি ফার্মের উন্নয়ন কাজে বাধা দেওয়ার পাশাপাশি হামলা চালিয়ে এক জনকে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহপরান (রহঃ) থানায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ প্রদান করেছেন খাদিমপাড়ার খুনির চক গ্রামের মৃত ফরিদ আহমদের পুত্র মো. বাবুল আহমদ। ৭ মার্চ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন, খুনিরচক গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে বিলাল মিয়া, দুলাল মিয়া, জাবেদ আহমদ, হবিব আলীর ছেলে ইসলাম উদ্দিন, আব্দুস শহীদের ছেলে মাসুম আহমদ শামীম।

লিখিত অভিযোগে মো. বাবুল আহমদ উল্লেখ করেন, তার ব্যবসা প্রতিষ্ঠান দুধের ডেইরি ফার্মের উন্নয়নমূলক কাজে বিভিন্ন সময়ে বাধাঁ প্রদান করে আসছেন তারা। এরই ধারাবাহিকতায় গত ৪ মার্চ সকাল ৭ টায় তারা দেশীয় অস্ত্রসহ নিয়ে বাবুল মিয়াকে পেয়ে কাজে বাধাঁ প্রদান করাসহ ভয়ভীতি প্রদর্শন করে তাড়িয়ে দেওয়া হয়।

পরবর্তীতে ৭ মার্চ শুক্রবার সকাল ১০ টায় খুনিচক সাকিনস্থ বাঘ সংলগ্ন রাস্তায় বাবুল আহমদের ছোট ভাই কাবুল আহমদের পথরোধ করে অভিযুক্তরা। তারা দেশীয় অস্ত্র দিয়ে পিঠিয়ে তাকে গুরুতর আহত করে। এ সময় বিবাদীরা পানির সেচ মেশিন, যার মূল্য-৪০ হাজার টাকা ভেঙ্গে ক্ষতি করে। স্থানীয় লোকজন আহত কাবুল আহমদকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।