প্রকাশনার ১০ বছর

১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

অগ্নিকাণ্ডে ঘরছাড়া পরিবার, মামলা ঘিরে উৎকণ্ঠার ছায়া

দৈনিক জনপদ
প্রকাশিত ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, ২০২৫ ২২:৫৮:৩৬
অগ্নিকাণ্ডে ঘরছাড়া পরিবার, মামলা ঘিরে উৎকণ্ঠার ছায়া

সিলেট প্রতিনিধি:
হবিগঞ্জ শহরের টাউন হল এলাকায় ২০২৪ সালের ২ আগস্ট ঘটে যাওয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার দিন এম হাসানুজ্জামানের বসতবাড়িও পুরানো হয় । দেশের বিভিন্ন পত্রিকা এবং অনলাইন সংবাদমাধ্যমে এই ঘটনা ব্যাপকভাবে প্রচারিত হয়। অগ্নিকাণ্ডের পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা সম্পূর্ণ ঘরছাড়া।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, পরিবারের সকল সদস্যের নামে মামলা হয়েছে, যা তাদের দৈনন্দিন জীবনে গভীর প্রভাব ফেলেছে। তাদের পরিবারের সদস্যরা সম্পূর্ণ ঘরছাড়া।
এম হাসানুজ্জামানের কনিষ্ঠ মেয়ে তানজিলা আক্তার, যিনি একটি বেসরকারি স্কুলে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন, আমাদেরকে জানান, “গত ২ আগস্ট হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। আমাদের বাড়ি অফিসের পাশে থাকায় আমাদের বাড়িতেও আগুন দেয়া হয় । । আমরা কেউ তখন বাড়িতে ছিলাম না, তাই বেঁচে গিয়েছি।”
তিনি আরও বলেন, “আমার বাবা দীর্ঘদিন আওয়ামী লীগের সাধারণ কর্মী ছিলেন। তবে গত আট বছর তিনি শারীরিক অসুস্থতার কারণে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেননি। তিনি বিভিন্ন সময় সংগঠনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড দেখে দুঃখ প্রকাশ করতেন। বাবা কখনও কোনো অপরাধে জড়িত ছিলেন না।”
তানজিলা জানান, “পরিবারের সবার বিরুদ্ধে মামলা হয়েছে। এমনকি যুক্তরাজ্যে থাকা বড় বোনের বিরুদ্ধেও মামলা হয়েছে। এটি আমাদের জন্য এক গভীর দুশ্চিন্তার বিষয়।”
যুক্তরাজ্যে বসবাসরত বড় বোন তামান্না সাংবাদিকদের বলেন, “আমরা সম্পূর্ণ নিরপরাধ। আমাদের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ ভিত্তিহীন। আমরা বাসস্থানহীন, এবং পরিবারের সবাই এই পরিস্থিতিতে মানসিক চাপের মধ্যে আছে।”
স্থানীয় প্রশাসন এখনও মামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি। এলাকাবাসী আশা করছেন, দ্রুত ন্যায়বিচার হবে এবং এম হাসানুজ্জামান ও তার পরিবার আবার স্বাভাবিক ও শান্তিপূর্ণ জীবন ফিরে পাবেন। সামাজিক ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নিরপরাধ পরিবারের ওপর এই ধরনের হামলা -মামলা স্থানীয় স্থিতিশীলতা ও সামাজিক শান্তি প্রভাবিত করতে পারে।