কাঙ্ক্ষিত ব্যাংক লোন না পেয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের জিন্দাবাজার শাখার এসপিও ও ক্রেডিট ইনচার্জ মোঃ রেজাউর রহমান মিতুলের বাসায় হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় তারা বাড়ির আসবাপত্র ভাংচুর করে।এতে মিতুল বাধা দিলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে গুরুত জখম করে । গত মঙ্গলবার দিনগত গভীর রাতে শিবগঞ্জ এলাকার সোনারপাড়ায় এই ঘটনা ঘটে।
জনা যায়, মোঃ রেজাউর রহমান মিতুল আল আরাফাহ ইসলামী ব্যাংকের জিন্দাবাজার শাখায় দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ক্রেডিট ইনচার্জের দায়িত্ব পালন করে আসছেন। যুবদল কর্মী আব্দুল মুকিত শাহান গত ১ মাস যাবৎ তাকে নানাভাবে বল প্রয়োগের মাধ্যমে ৫ কোটি টাকা ব্যাংক লোন আদায়ের চেষ্টা করে আসছিলেন। কিন্তু লোন নেওয়ার মতো তার কোন ব্যবসা ও সিকিউরিটি না থাকায় মিতুল তাকে লোন দিতে অস্বীকৃতি জানান। এর পর থেকেই সে ফোনে ও রাস্তায় মিতুলকে নানাভাবে হুমকি ধামকি ও চাপ প্রয়োগ করে আসছে। এর জের ধরে গত মঙ্গলবার গভীর রাতে
শাহপরান থানার স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাকারিয়া আহমেদের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী উক্ত হামলা চালায়। উল্লেখ্য আসন্ন নির্বাচনকে ঘিরে তারা ব্যাংক থেকে জোর পূর্বক লোন নেওয়ার চেষ্টা করছে। আব্দুল মুকিত শাহান ও জাকারিয়া আহমেদের হুমকি ও বিড়ম্বনার শিকার হয়ে মিতুল সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন (যার নম্বর ১৮৬০) । এতে ক্ষিপ্ত শাহান ও তার দলবল মিতুলের বাসায় হামলা করে তাকে মারাত্মক আহত ও বাসা ভাংচুর ও লুটপাট করে। বর্তমানে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় মিতুল ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ব্যাপরে কোতোয়ালি থানায় ডিউটি অফিসার এস আই সুলেমান জানান, তারা এরকম একটি জিডি গ্রহণ করেছেন এবং এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
উল্লেখ্য জাকারিয়া ও শাহান বিগত আওয়ামী সরকারের পতনের পর থেকেই এলাকায় সক্রিয় হয়ে ওঠে। বিএনপির মদদ পুষ্ট হয়ে তারা শাহপরান থানাধীন এলাকা সমূহে একচ্ছত্র চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ড করার মাধ্যমে আধিপত্য বিস্তার করে আসছে। তাদের প্রভাবে ইতোমধ্যে বহু মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন।