প্রকাশনার ১০ বছর

১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

দৈনিক জনপদ
প্রকাশিত ০৩ অক্টোবর, শুক্রবার, ২০২৫ ২১:০৪:২২
সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

জরুরী মেরামত ও বিতরণ ব্যবস্থার উন্নয়ন কাজের জন্য শনিবার (৪ অক্টোবর) নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবেনা।

 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছই- আরেফিন শুক্রবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

এলাকাগুলো হচ্ছে, ১১ কেভি নয়াসড়ক ফিডারের কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুতখানা, জেল রোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড় ও সংলগ্ন এলাকা এবং ১১ কেভি নাইওরপুল ফিডারের কাজী জালাল উদ্দিন স্কুল, নাইওরপুল পয়েন্ট, ওসমানী জাদুঘর, ধোপাদিঘীর উত্তরপার, অনাবিল, হোটেল অনুরাগ, ঝরনারপাড়, কুমারপাড়া পয়েন্টে, শাহী ঈদগাহ ও আশপাশ এলাকা।

 

সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা। তবে সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তখনই বিদ্যুৎ সরবরাহ করা হবে।

 

সাময়িক অসুবিধার জন্য শামছ-ই আরেফিন নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করে সহযোগীতা চেয়েছেন।