প্রকাশনার ১০ বছর

২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জিলকদ, ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুরমায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ছিনতাই : থানায় অভিযোগ দায়ের

দৈনিক জনপদ
প্রকাশিত ২২ মে, বৃহস্পতিবার, ২০২৫ ০৩:০৬:২০
দক্ষিণ সুরমায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ছিনতাই : থানায় অভিযোগ দায়ের

সিলেট জেলার দক্ষিণ সুরমা থানাধীন পিরোজপুর এলাকায় ২ সদস্যের ছিনতাইকারী দল এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতের মাধ্যমে নগদ ৯৬ হাজার টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নিয়েছে। গুরুতর আহত ব্যবসায়ী ছাদ আহমদ গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ বাঘা গ্রামের মৃত সিরাজ উদ্দিনের পুত্র। বর্তমানে তিনি পিরোজপুর আবাসিক এলাকায় বসবাস করে আসছেন। গত ১২ মে ভোর রাতে তিনি তার কদমতলীস্থ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে পিরোজপুর এলাকার ইনডোর এর সামনে দুজন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরি দিয়ে জখমের পর টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ছাদ আহমদ অজ্ঞাতনামা দুজনকে আসামী করে দক্ষিণ সুরমা থনায় লিখিত অভিযোগ প্রদান করেছেন। অভিযোগের তদন্ত করছেন এসআই আমির হোসেন। এ ব্যাপারে এসআই আমির হোসেন জানান, লুন্ঠিত মোবাইল ফোনের সূত্রধরে লোকেশন যাচাই করার পাশাপাশি অপরাধীদের গ্রেফতারের জন্য তৎপর রয়েছেন। প্রেস-বিজ্ঞপ্তি