প্রকাশনার ১০ বছর

২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কাল হযরত দরিয়া শাহ(রহঃ)মাজারে উরুসের পরিবর্তে ইফতার মাহফিল

দৈনিক জনপদ
প্রকাশিত ০৫ মার্চ, বুধবার, ২০২৫ ০৪:১১:৪১
কাল হযরত দরিয়া শাহ(রহঃ)মাজারে উরুসের পরিবর্তে ইফতার মাহফিল

প্রতি বছরের বাংলা মাসের ২০,২১ ও ২২ ফাল্গুন সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলীতে চিরশায়ীত হযরত শাহ আবিদাল শাহ (রহঃ), হযরত শাহ সামালাল শাহ (রহঃ), হযরত রহমত শাহ (রহঃ) ও হযরত দরিয়া শাহ(রহঃ) এর বার্ষিক ৩ দিন ব্যাপী পবিত্র উরুস মোবারক অনুষ্ঠিত হয়ে থাকে।  কদমতলী এলাকার সর্বস্তরের মুরব্বীয়ানদের সমন্নয় এক বৈঠকে এ বছর পবিত্র রমজান মাস থাকায় উরুস পালন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়।  উরুসের পরিবর্তে কাল ২১ ফাল্গুন ৬ মার্চ বৃহস্পতিবার পবিত্র কোরআনে খতম, মিলাদ, দোয়া ও ইফতার মাহফিলের সিদ্ধান্ত গৃহিত হয়। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে দল মত নির্বিশেষে সকলের উপস্থিতি কামনা করেছেন হযরত দরিয়া শাহ (রহঃ) মাজার পরিচালনা কমিটির মোতায়াল্লী সাবেক কাস্টমস কর্মকর্তা লুলু মিয়া ও সাধারণ সম্পাদক মো. আকতার আহমদ।  প্রেস-বিজ্ঞপ্তি।