প্রকাশনার ১০ বছর

২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ছাতকে দিঘলী বেরাজপুর ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থা’র শিক্ষা সামগ্রী উপহার প্রদান

dainik jonopodh
প্রকাশিত ২২ ফেব্রুয়ারি, শনিবার, ২০২৫ ১৮:৩৫:৩১
ছাতকে দিঘলী বেরাজপুর ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থা’র শিক্ষা সামগ্রী উপহার প্রদান

সেলিম মাহবুব,ছাতক প্রতিনিধিঃ

ছাতকে গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের বেরাজপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে মেধাবী ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী উপহার প্রদান উপলক্ষে আজ শনিবার সকালে বেরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক-দোয়ারা ফাউন্ডেশন ও ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল।

ইসলামিক সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা জালাল উদ্দিন’র সভাপতিত্বে ও বৈষম্য বিরোধী আন্দোলন ছাতক উপজেলার যুগ্ম আহবায়ক ছাত্রনেতা মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহি উদ্দিন আহমদ, মুক্তিরগাঁও জামেয়া মুহাম্মদিয়া মাদ্রাসা’র সুপার হাফিজ মাওলানা জাকির হোসেন, গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল করিম বকুল, সৈদেরগাঁও ইউপি সদস্য হোসাইন আহমদ লনি।

এ সময় আরও বক্তব্য রাখেন সমাজসেবী মাওলানা এমরান আহমদ, মোঃ আজিম উদ্দিন প্রমুখ। অতিথি বৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, জাতির ভবিষ্যত কর্ণধার কোমলমতি শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় মনোযোগী ও নৈতিক চরিত্র গঠন করে আলোকিত বড় মানুষ হয়ে নিজেদেরকে সমাজ, দেশ ও মানবতার কল্যাণে নিয়োজিত করতে হবে।