প্রকাশনার ১০ বছর

১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রজব, ১৪৪৭ হিজরি

জগন্নাথপুরের ব্যবসায়ী মিন্টু রঞ্জন ধরের মৃত্যু

দৈনিক জনপদ
প্রকাশিত ২২ সেপ্টেম্বর, রবিবার, ২০২৪ ২০:৩৯:৩১
জগন্নাথপুরের ব্যবসায়ী মিন্টু রঞ্জন ধরের মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রিচমুন অভিজাত কনফেশনারির কর্ণধার বাসুদেব মন্দির উন্নয়ন পরিচালনা কমিটির সভাপতি মিন্টু রঞ্জন ধর (৪৭) আর নেই।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি মা, ভাই, স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

মিন্টু রঞ্জন ধরের ভাই ডাক্তার মধু সুধন ধর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন, তিনি দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন। কয়েক বছর আগে তার স্ত্রী তাকে লিভার দান করেছিলেন। স্ত্রীর ভালোবাসার প্রতিদান নিয়ে মোটামুটি সুস্থ হয়ে আবার সামাজিক ও ব্যবসায় সক্রিয় হয়ে উঠেন। হঠাৎ করে আবারও জটিলতা দেখা দিলে তাকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। সেখানে আজ সকালে তার মৃত্যু হয়।

শহরের ইকড়ছই এলাকার বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মিন্টু রঞ্জন ধর ২০০৯ সালে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে তিনি বিপুল ভোট পেয়ে চমক সৃষ্টি করেছিলেন।