প্রকাশনার ১০ বছর

১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটের দুই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

দৈনিক জনপদ
প্রকাশিত ০৭ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ ০২:০৬:২৮
সিলেটের দুই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

সিলেটে দায়িত্বরত পুলিশের দুই জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।

 

বুধবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই ২ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন প্রজ্ঞাপনগুলোয় সই করেন।

 

বাধ্যতামূলক অবসরে পাঠানো দুই কর্মকর্তা হলেন-
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং হবিগঞ্জের মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আজিজুর রহমান সরকার।