প্রকাশনার ১০ বছর

২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ওসমানীনগরে শতাধিক শিক্ষার্থী পেল স্কুল ড্রেস

দৈনিক জনপদ
প্রকাশিত ১১ জুলাই, বৃহস্পতিবার, ২০২৪ ০১:৫৯:১২
ওসমানীনগরে শতাধিক শিক্ষার্থী পেল স্কুল ড্রেস

সিলেটের ওসমানীনগরে প্রবাসীর অর্থায়নে শতাধিক শিক্ষার্থীরা পেল স্কুল ড্রেস। গতকাল বুধবার দুপুরে উপজেলার গোয়ালাবাজার ইউপির শেখ মো. সফর উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কুদ্দুছ শেখের বড় মেয়ে যুক্তরাজ্য প্রবাসী ফারহানা শেখ রিপার পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিকিক্ষা আসমা বেগমের সভাপতিত্বে ও সহকারী শিকিক্ষা তাহেরুননেছার সঞ্চালনায় স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল হক সানি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ শেখ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল।

স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কমিটির সদস্য প্রধান শিক্ষক তরুণ চন্দ্র দেব, প্রধান শিক্ষক তপতি রাণী দে, প্রধান শিক্ষক অজয় দে, সহকারী শিক্ষক হাবীব আহমদ চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নেপুর গুন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলায়াত করেন স্কুল শিক্ষার্থী আব্দুল বাছিতের ও গীতাপাঠ করেন অভিজিত দে অয়ন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ফজলু মিয়া, আংগুর মিয়া সাবানা বেগম, চঞ্চল দেব, শুক্লা বৈদ্য, শিক্ষিকা পান্না বেগম, রুনু বেগম।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কুদ্দুছ শেখ এর বড় মেয়ে যুক্তরাজ্য প্রবাসী ফারহানা শেখ রিপার ব্যক্তিগত পক্ষ থেকে ৭৫ হাজার টাকা ব্যয়ে বিদ্যালয়ের ১১০জন শিক্ষার্থীকে স্কুল ড্রেস প্রদান করা হয়।