প্রকাশনার ১০ বছর

১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আ. লীগের পাচার করা টাকা উদ্ধারে কমিশন করার প্রস্তাব পার্থের

দৈনিক জনপদ
প্রকাশিত ২০ অক্টোবর, রবিবার, ২০২৪ ০৫:১৩:৫৯
আ. লীগের পাচার করা টাকা উদ্ধারে কমিশন করার প্রস্তাব পার্থের

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে বিগত বছরগুলোতে আওয়ামী লীগের পাচার করা অর্থ ফেরত আনতে ‘লন্ড্রেড মানি রিকভারি’ নামে একটি কমিশন করার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

শনিবার (১৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে শেষে যমুনার গেটে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, আওয়ামী লীগ সরকারের গণহত্যা ও গণতন্ত্র হত্যার বাইরে আরেকটা বড় বিষয় ছিল দুর্নীতির টাকা; ‘লন্ড্রেড মানি রিকভারি’ নামে একটা কমিশন করা হোক। পাচারের মাধ্যমে যে টাকা চলে গিয়েছে সে টাকাটা যাতে ফেরত আসে।

বাংলাদেশ জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ড. ইউনূসের যে প্রোফাইল, উনি যদি সেটা ব্যবহার করেন, তাহলে ইউকে, দুবাই, সিঙ্গাপুর থেকে শুরু করে বিভিন্ন দেশে যে ৩/৪ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে সেই টাকাটা ফেরত আসবে। এই টাকাটা আওয়ামী সরকারের দুর্নীতির টাকা। না হলে এই টাকা আমাদের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হবে। আমি মনে করি এই কমিশন করাটা খুবই গুরুত্বপূর্ণ।

আওয়ামী লীগ ও ১৪ দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন জানিয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, আওয়ামী লীগসহ ১৪ দল, রাজনৈতিক দল হিসেবে ওনাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ হবে সেটা মুখ্য না, কিন্তু একটা ব্যবস্থা নেওয়াটা খুব জরুরি তাদের বিরুদ্ধে। আমি মনে করি, রাজনীতিটা নৈতিক জায়গা থেকে করা উচিত।

পার্থ বলেন, আওয়ামী লীগ ৩টি অবৈধ নির্বাচন করেছিল সেই বিষয়ে কোনো স্টেপ নেওয়া যায় কিনা আমরা সেই ব্যাপারে বলেছি।

এক প্রশ্নের জবাবে আন্দালিব রহমান বলেন, শুধু আওয়ামী লীগ কেন যারাই গণহত্যার সঙ্গে ছিল নৈতিক ভাবে তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত না। এটি অবশ্যই একটা বিচার কার্যের ব্যাপার। ঐ পর্যন্ত, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না। ঐ পর্যন্ত আওয়ামী লীগ এবং ১৪ দল যারা আছেন, তাদেরকে সব ধরনের নির্বাচন থেকে দূরে রাখা উচিত।