সিলেটের কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ) কর্তৃক আয়োজিত ২০২৫ সালের অনুষ্ঠিত মেধা বৃত্তি পরীক্ষায় কলাবাড়ী কিন্ডারগার্টেন স্কুল থেকে চতুর্থ শ্রেণিতে টেলেন্টপুল বৃত্তি পেয়েছে তনিমা আলীম বর্ষা । সে এর আগে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর মেধা বৃত্তি পরীক্ষায় দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতে বৃত্তি লাভ করেছিল। বাবা মায়ের দুই সন্তানের মধ্যে বর্ষা বড়। তার ছোট ভাই আফিফ আলীম সিয়াম একই প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির মেধাবী ছাত্র। সিয়াম গতবছর বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর বৃত্তি পরীক্ষায় নার্সাবীতে উপজেলায় প্রথম হয়েছে। বর্ষার বাবা আব্দুল আলীম কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সভাপতি ও মা তাহমিনা সুমা একজন গৃহিণী । বর্ষা যাতে ফলাফলের এ ধারা অব্যাহত রাখতে পারে এজন্য সকলের কাছে দোয়া কামনা করছে। উল্লেখ্য যে,বুধবার (২৬ নভেম্বর)কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ ( কোছাপ) কর্তৃক ২০২৫ সালের বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় ভাল ফলাফলের ভিত্তিতে চতুর্থ শ্রেণি থেকে ৬ জন টেলেন্টপুল ও ১৩ জন সাধারণ গ্রেডসহ মোট ১৯ জন ছাত্রছাত্রীকে বৃত্তি প্রধান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি