প্রকাশনার ১০ বছর

৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই সফর, ১৪৪৭ হিজরি

১৩ টি উপ-পরিষদ নিয়ে দক্ষিণ সুরমা সিএনজি অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক ঐক্য পরিষদ’র পূর্ণাঙ্গ কমিটি গঠন

দৈনিক জনপদ
প্রকাশিত ২২ জুলাই, মঙ্গলবার, ২০২৫ ১৫:২৩:১৪
১৩ টি উপ-পরিষদ নিয়ে দক্ষিণ সুরমা সিএনজি অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক ঐক্য পরিষদ’র পূর্ণাঙ্গ কমিটি গঠন

দক্ষিণ সুরমার সিএনজি অটোরিক্সার সাধারণ শ্রমিকদের স্বার্থ, নিরাপত্তা, শৃংখলা, সচেতনতার লক্ষে ১৩ টি উপ-পরিষদ নিয়ে দক্ষিণ সুরমা সিএনজি অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক ঐক্য পরিষদ’র পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়েছে। ২২ জুলাই মঙ্গলবার রাত ৮ টায় ৭০৭ এর কদমতলীর ওভারব্রীজ সংলগ্ন শাহিনুর রহমান শাহিন উপ-পরিষদের কার্যালয়ে ১৩ টি উপ-পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত থেকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন। সবার সর্ব সম্মতিতে কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন আনোয়ার মিয়া ( সিলেট জেলা অটোরিক্সা অটোটেম্পু চালক শ্রমিক জোট, রেজিঃ নং-২০৯৭ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও হুমায়ুন রশিদ চত্বর গ্রীণ লাইন উপ-পরিষদের সভাপতি), কার্যকরি সভাপতি মুছা মিয়া, ( সিলেট জেলা অটোরিক্সা অটোটেম্পু চালক শ্রমিক জোট, রেজিঃ নং-২০৯৭ এর কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর, বাইপাস উপ-পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি), সহ-সভাপতি ইকবাল হোসেন (২০৯৭ এর হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের সভাপতি) সম্পাদক মানিক মিয়া, ( সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন, রেজিঃ নং-৭০৭ এর হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের সভাপতি), সহ-সম্পাদক শাহিনুর রহমান শাহীন (২০৯৭ জেলা কমিটির সহ-সম্পাদক ও ওভারব্রীজ এর উপ-পরিষদের সভাপতি), যুগ্ম সম্পাদক মোঃ ফয়সল আহমদ (চাদনীঘাট উপ-পরিষদ), সাংগঠনিক সম্পাদক মোস্তফা আহমদ ( ২০৯৭ এর নেওয়া কর্ণার উপ-পরিষদের সভাপতি), সাংগঠনিক সম্পাদক মোঃ দুদু মিয়া (টার্মিনাল দক্ষিণ-পশ্চিম পরিষদ), অর্থ সম্পাদক মুজিবুর রহমান (৭০৭ এর মুজিব ম্যানশন উপ-পরিষদের সভাপতি), সহ- অর্থ সম্পাদক সাব্বির আহমদ ছাদু (চাদনীঘাট উপ-পরিষদ), দপ্তর সম্পাদক সোয়েদুর রহমান(২০৯৭ এর নেওয়া কর্ণার উপ-পরিষদের সম্পাদক), সহ-দপ্তর সম্পাদক মোঃ লতিফ মিয়া (টার্মিনাল সুতারকান্দি উপ পরিষদ), আইন বিষয়ক সম্পাদক মোঃ সবুজ মিয়া(কদমতলী মুক্তিযোদ্ধা উপ পরিষদ), প্রচার সম্পাদক নুরুল ইসলাম ( ২০৯৭ এর ওভারব্রীজ সংলগ্ন উপ-পরিষদের সম্পাদক), সহ-প্রচার সম্পাদক মোঃ রিপন আহমদ(২০৯৭ এর ওভারব্রীজ সংলগ্ন উপ-পরিষদ), সদস্য সচিব মঈনুল ইসলাম ইরন(কামালবাজার উপ পরিষদ), সহ-সদস্য সচিব মোঃ ছালেখ আহমদ (ওভারব্রীজ নীচ শাহীন উপ-পরিষদ), পরিবেশ ও যানবাহন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আহমদ (ওভারব্রীজ নীচ এনাম উপ পরিষদ), যানবাহন ও তথ্য সম্পাদক মোঃ মিলন মিয়া (হুমায়ুন রশিদ চত্বর ৭০৭ উপ পরিষদ), নিরাপত্তা ও সড়ক সম্পাদক মোঃ মুমিন আহমদ( চাদনীঘাট উপ পরিষদ), সিনিয়র সদস্য মোঃ সুহেল আহমদ (কদমতলী মুক্তিযোদ্ধা উপ পরিষদ), কার্যকরী সদস্য মোঃ সফিকুল ইসলাম (হুমায়ুন রশিদ চত্বর আনোয়ার উপ-পরিষদ), মোঃ দুলাল মিয়া (কদমতলী মুক্তিযোদ্ধা উপ পরিষদ), জসিম উদ্দিন (মারকাজ উপ পরিষদ), আবু বক্কর (টার্মিনাল দক্ষিণ-পশ্চিম), মোঃ আজম আলী(হুমায়ুন রশিদ চত্বর আনোয়ার উপ পরিষদ), রুমেল আহমদ মিন্টু (হুমায়ুন রশিদ চত্বর ইকবাল উপ পরিষদ), জাকির হোসেন (সুতারকান্দি উপ-পরিষদ)। প্রেস- বিজ্ঞপ্তি