প্রকাশনার ১০ বছর

২৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রাজনগরে মাদ্রাসা ছাত্রকে বেদম প্রহার : থানায় অভিযোগ

দৈনিক জনপদ
প্রকাশিত ১১ জুলাই, শুক্রবার, ২০২৫ ০৪:৩০:২৭
রাজনগরে মাদ্রাসা ছাত্রকে বেদম প্রহার : থানায় অভিযোগ

মৌলভীবাজার জেলার রাজনগর এলাকায় মাদ্রাসা ছাত্রকে বেদম প্রহারের মাধ্যমে আহত করেছেন এক মাদ্রাসা শিক্ষক। বুধবার ৯ জুলাই ভোর ৭টায় রাজনগর জামেয়া আনোয়ারুল কোরআন এতিমখানা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

আহত মাদ্রাসা ছাত্রের নাম শাহরিয়ার আহমদ। সে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ বাঘা গ্রামের ছাদ আহমেদের পুত্র। এ ঘটনায় ছাদ আহমদ রাজনগর থানায় মাদ্রাসা শিক্ষক আহমদ সোহাইলের বিরুদ্ধে লিখিত অভিযোগ প্রদান করেছেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ছেলে শাহরিয়ার আহমদ বিগত ২ বছর ধরে জামেয়া আনোয়ারুল কোরআন এতিমখানা মাদ্রাসায় অধ্যয়নরত । মাদ্রাসার শিক্ষক আহমদ সোহাইল তার ছেলেকে বেত্রাঘাত করে শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম করেছেন। হাতের বিভিন্ন জায়গায় ৭-১০টি বেত্রঘাত করেন এবং বেত দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন। আঘাতের ফলে তার ছেলের শরীর ফুলে গেছে। তিনি তদন্ত পূর্বক প্রয়োজণীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। প্রেস-বিজ্ঞপ্তি।