প্রকাশনার ১০ বছর

১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ওসমানী কারাতে ক্লাবের ১২ বছর পূর্তিতে মাস জুড়ে ফ্রী ভর্তি অফার

দৈনিক জনপদ
প্রকাশিত ০৮ মে, বৃহস্পতিবার, ২০২৫ ১৬:৩০:১৩
ওসমানী কারাতে ক্লাবের ১২ বছর পূর্তিতে মাস জুড়ে ফ্রী ভর্তি অফার

ওসমানী কারাতে ক্লাবের ১২ বছর পূর্তিতে মে মাস জুড়ে ফ্রী ভর্তি অফারের ব্যবস্থা করেছে ক্লাব কর্তৃপক্ষ। আপনার সন্তানকে দিন আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও আত্মরক্ষার শিক্ষা, কারাতে শিখুক নিরাপদ পরিবেশে, অভিজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে! আত্মরক্ষা থেকে আত্ম উন্নয়ন পর্যন্ত বর্তমান যুগে আত্মরক্ষার প্রয়োজনীয়তা শুধু মেয়েদের জন্য নয়, ছেলেদের জন্যও সমানভাবে গুরুত্বপূর্ণ। সামাজিক পরিবেশ, অনাকাঙ্ক্ষিত ঘটনা, মানসিক চাপ সব কিছু মোকাবেলায় আত্মবিশ্বাস ও শারীরিক প্রস্তুতি থাকা জরুরি। আর এই সব কিছু একসাথে শেখায় কারাতে। কারাতে একটি জাপানি মার্শাল আর্ট, যার মূল ভিত্তি আত্মরক্ষা। তবে এটি শুধু মারামারি শেখায় না, শেখায় নিয়ন্ত্রণ, ধৈর্য ও সম্মানবোধ। শিশুরা যেমন শৃঙ্খলা ও মনোযোগ বাড়াতে উপকৃত হয়, তেমনি বড়রাও এর মাধ্যমে শরীরচর্চা ও মানসিক প্রশান্তি লাভ করে। কারাতে শেখার কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা: আত্মরক্ষা: অনাকাঙিক্ষত পরিস্থিতিতে নিজেকে রক্ষা করার দক্ষতা। আত্মবিশ্বাস: প্রতিটি অর্জন আত্মবিশ্বাস বাড়ায়। শারীরিক ফিটনেস: দেহ থাকে সক্রিয়, শক্তিশালী ও ফিট। মানসিক প্রশান্তি: স্ট্রেস কমায়, মনোযোগ বাড়ায়। শৃঙ্খলা ও নৈতিক শিক্ষা: কারাতে চর্চার মাধ্যমে জীবনে আসে গঠনমূলক পরিবর্তন। আজকের প্রজন্মকে আত্মবিশ্বাসী ও সচেতন করে তুলতে কারাতে একটি কার্যকর পথ। তাই সময় এসেছে নিজের বা আপনার সন্তানের উন্নয়নের জন্য এই চর্চা শুরু করার। তাহলে আপনি কি প্রস্তুত নিজের শক্তি আবিষ্কারে? ঠিকানা: শাহজালাল উপশহর এ বি সি পয়েন্ট, ব্লক বি বাড়ী ২৩ ২য় তলা সিলেট, যোগাযোগ: ০১৪০৭-০৫৪৯০৬
০১৩২৫৫০৫৪৮৮। প্রেস-বিজ্ঞপ্তি