প্রকাশনার ১০ বছর

১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সাংবাদিকদের সুরক্ষা আইন প্রণয়ন করবে: কয়েস লোদী

দৈনিক জনপদ
প্রকাশিত ১২ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২৫ ০২:৪১:০৮
বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সাংবাদিকদের সুরক্ষা আইন প্রণয়ন করবে: কয়েস লোদী

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কলেস লোদী বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠাতায় কাজ করে গিয়েছেন। সেই ধারাবাহিকতায় বিএনপি সাংবাদিকদের কল্যাণে সর্বদা কাজ করে আসছে। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়ন করবে। তিনি বলেন, একজন সাংবাদিকের কাজ সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা। সে জন্য গণমাধ্যমকে সমাজের দর্পণ বলা হয়। অন্যায়, অনিয়ম, নিগ্রহ, শোষণ-বঞ্চনা ও অধিকার হরণের বিরুদ্ধে একজন সাংবাদিককে সোচ্চার থাকতে হবে সবসময়।
তিনি বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেট রেল স্টেশনের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) এর সিলেট বিভাগীয় কমিটির ৩ দিন ব্যাপী কক্সবাজার ভ্রমণ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) এর সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক মোহিদ হোসেনের সভাপতিত্বে ও দৈনিক সিলেটের সংবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কোতোয়ালী থানা বিএনপির সদস্য সচিব সুয়েব আহমদ, বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সরোয়ার রেজা, সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. নুরুল ইসলাম, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, মহানগর ছাত্রদলের সদস্য নাজমুল ইসলাম, মোস্তাক আহমদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এইচ আরিফ, সিনিয়র সদস্য ও ইনকিলাব সিলেটের ব্যুরো প্রধান ফয়সল আমিন, সদস্য সিলেটের ডাকের সাবেক সিনিয়র সাব এডিটর মো. রাজু আহমদ, আমার দেশ সিলেট অফিসের সাবেক ফটো সাংবাদিক বেলায়েত আহমদ, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, নাগরিক টিভি সিলেট প্রতিনিধি এম আর টুনু তালুকদার, মাইটিভি সিলেটের ক্যামেরা পার্সন শাহিন আহমদ, আশিকুর রহমান রানা, বাবর জোয়ারদার, মাছুম আহমদ চৌধুরী, রুবেল আহমদ, রেজওয়ান আহমদ, সুমন আকমল, সোহেল আহমদ, জয় রায় হিমেল, সবুজ আহমদ, জাবেদ ইমরান, আব্দুল মাজিদ চৌধুরী, নগর সমাচারের সম্পাদক আল আমিন, জাহিদ উদ্দিন, ফাহিম আহমদ, কৃতিশ তালুকদার, ঈসা তালুকদার, আশরাফুল ইসলাম, অফিস সহকারি ফেরদৌস আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি