মহান স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু’র প্রতি তরুণ লীগের শ্রদ্ধা নিবেদন
মহান স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু'র প্রতি তরুণ লীগের শ্রদ্ধা নিবেদন।

স্টাফ রিপোর্টারঃ
সারাদেশে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে ৫২তম মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানায় নেত্রকোণা জেলা আওয়ামী তরুণ লীগ।
শনিবার (২৬ মার্চ) ভোরে জেলার সদর উপজেলার চল্লিশা এলাকায় জেলা আওয়ামী তরুণ লীগের আয়োজনে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে নেতাকর্মীদের নিয়ে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা তরুণ লীগের
সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোঃ হৃদয় হোসেন মানিক, সহ-সভাপতি, সোহাগ রানা জাস্টিস, যুগ্ম সাধারণ সম্পাদক খলিল আহমেদ, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক আবু কাউছার, পাঠাগার সম্পাদক হুসাইন সহ আরো জেলা আওয়ামী তরুণলীগ এর সকল সদস্যবৃন্দ।